۵ آذر ۱۴۰۳ |۲۳ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 25, 2024
News ID: 374431
19 نومبر 2021 - 15:56
মাওলানা মাসুম আলী গাজী
মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ) সংকলক : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)।

বিষয় : মদ্যপানের নিন্দা।

শেখ সাদুক্ব (রহঃ) রাসূল আল্লাহ (সাঃ) থেকে বর্ণনা করেছেন :

اِنَّ شَارِبَ الْخَمْرِ یَجِیىُ یَوْمَ الْقِیَامَةِ مَسْوَدًّا وَجْهُه مُزَرَّقَةً عَیْنَاهُ مَائِلاً سقُه سَائِلاً لُعَابُه دَالِعًا لِسَانُه مِنْ قَفَاهُ

"কিয়ামতের দিন মদ্যপকে এমনভাবে পুনরুত্থান করা হবে যে, তার মুখমন্ডল হবে কালো, তার চোখ হবে নীল, তার মুখ হবে বাঁকা এবং তার জিহ্বা থেকে লালা প্রবাহিত হতে থাকবে এবং ঘাড়ের পশ্চাদ্ভাগ থেকে জিহ্বা বেরিয়ে থাকবে।

বিহারুল আনওয়ার খন্ড ৭৯ পৃষ্ঠা ১২৬..

অন্য একটি হাদীসে ইমাম মুহাম্মদ বাক্বির (আঃ) থেকে বর্ণিত হয়েছে যে,

يأتي شارب الخمر يوم القيامة مسودَّاً وجهه مولعاً لسانه يسيل لعابه على صدره ينادي العطش وحق على الله أن يسقيه من طينة خبال، قيل له: وما بئر خبال؟ قال : بئر يسيل فيها صديد الزناة

"কিয়ামতের দিন মদ্যপ এমনভাবে প্রবেশ করবে যে, তার মুখমন্ডল হবে কালো, জিহ্বা দিয়ে লালা তার বক্ষে ঝরতে থাকবে, পিপাসায় সে চিৎকার করতে থাকবে, এবং আল্লাহর পূর্ণ অধিকার আছে 'তিনাতে খাবাল' এর মাধ্যমে তার পিপাসা নিবারণ করার। তাঁকে জিজ্ঞাসা করা হয় : খাবাল এর কূপ, এর অর্থ কি? তিনি বলেন : এমন এক কূপ যেখান থেকে ব্যভিচারদের পুঁজ প্রবাহিত হয়। (অনুবাদক)

শেখ আব্বাস কুম্মী (রহঃ) বলেন যে, মদ্যপানের নিন্দায় ব্যপারে অনেকগুলো রেওয়ায়েত বর্ণনা করা হয়েছে এবং বর্ণিত হয়েছে যে, মদ্যপান হল কুকর্মের মা এবং প্রতিটি অনিষ্টের মূল। আর এমন এক সময় আসে যখন মদ্যপায়ী বিবেক হারিয়ে ফেলে। নিজের প্রতিপালককে ভুলে যায়, অনবরত পাপে লিপ্ত থাকে, প্রতিটি পবিত্রতা ও সম্মান লঙ্ঘন করে, প্রত্যেকের সাথে সম্পর্ক ছিন্ন করে, প্রত্যেকটি খারাপ কাজে লিপ্ত থাকে, মদ্যপায়ীর রশি শয়তানের হাতে, শয়তান তাকে মূর্তির সেজদা করার নির্দেশ দিলে সে সেজদা করে। শয়তান ইচ্ছা অনুযায়ী তাকে ঘোরাতে থাকে আর সে তার অনুগত্য করে।

এছাড়া অন্য এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে,

"মদ্যপের সাথে কোন মহিলার বিয়ে দিও না। তুমি যদি এটি কর, তাহলে এর অর্থ হল, তুমি এক নারীকে ব্যভিচারের জন্য কারও সোপর্দ করেছো। মদ্যপের কথা বিশ্বাস কর না, তার সাক্ষ্য গ্রহণ কর না, নিজের সম্পদে তাকে বিশ্বাসযোগ্য মনে কর না, অর্থাৎ নিজের সম্পদ তার হস্তান্তর কর না, তার সাথে বন্ধুত্ব কর না, তার সামনে হাসবে না, তার সাথে করমর্দন করবে না, তাকে আলিঙ্গন করবে না, অসুস্থ হলে তাকে দেখতে যাবে না, মৃত্যু হলে তার শেষকৃত্যে যাবে না, মদ্যপের সাথে কোথাও যাবে না, কারণ যদি কোন অভিশাপ নেমে আসে, তাহলে তার সাথে বসে থাকা সবাইকে ঘিরে ধোরবে। এমন দস্তরখানে বসবে না যেখানে মদ্যপান করা হচ্ছে। তোমার জানা উচিত যে, একজন মদ্যপ হল মূর্তিপূজার ন্যায়। আর চল্লিশ দিন পর্যন্ত মদ্যপের নামায কবুল করা হয় না। কিয়ামতের দিন মদ্যপের এমন ভাবে আগমন ঘটবে যে কুযা (পানি রাখার মৃৎপাত্র) তার গলায় ঝোলানো থাকবে এবং বাটি তার হাতে থাকবে। আর তার দুর্গন্ধ সব ধরনের মৃতদেহ চেয়েও খারাপ হবে এবং তার পাশ দিয়ে অতিক্রম করা যে কোন প্রাণী তার উপর লানত বর্ষণ করবে। "

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

অনুবাদ: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

تبصرہ ارسال

You are replying to: .